একাকীত্ব আমার সম্পদ , ----- তোমার নয়
আমি ভিড়ের মধ্যে চেনামুখ খুঁজে বেড়াই
তুমি অন্তরালে হাসো আমায় দেখে---
সাগর, পাহাড়, মরুবেলা,
আমার সঙ্গী হতে চায়,
আমি সবিনয়ে ফিরিয়ে দিই
আমি চাই কি চাইনা একা হতে
তোমার তাতে কি আসে যায়?
আমি স্বপ্নে একা জাগি
তুমি অঘোর ঘুমে-----
কবে জাগবে সেই প্রতীক্ষায়
আমার অলিন্দে মৃদু দোলনচাঁপা------
বায়ুভরে সেই সংগীতে দোলা দেয় -----
আরো একবার সেই চেনামুখ
আমার আয়নার ছায়ায় -----
তুমিও কি সেই পথে পাড়ি দাও
আমার একাকীত্বের
নীরব সাথী হবে বলে?
আমি ভিড়ের মধ্যে চেনামুখ খুঁজে বেড়াই
তুমি অন্তরালে হাসো আমায় দেখে---
সাগর, পাহাড়, মরুবেলা,
আমার সঙ্গী হতে চায়,
আমি সবিনয়ে ফিরিয়ে দিই
আমি চাই কি চাইনা একা হতে
তোমার তাতে কি আসে যায়?
আমি স্বপ্নে একা জাগি
তুমি অঘোর ঘুমে-----
কবে জাগবে সেই প্রতীক্ষায়
আমার অলিন্দে মৃদু দোলনচাঁপা------
বায়ুভরে সেই সংগীতে দোলা দেয় -----
আরো একবার সেই চেনামুখ
আমার আয়নার ছায়ায় -----
তুমিও কি সেই পথে পাড়ি দাও
আমার একাকীত্বের
নীরব সাথী হবে বলে?
No comments:
Post a Comment