Subscribe in a reader GAN KOBITA NATOK: ভাবনাচিন্তা BHABNACHINTA

Saturday, 9 July 2016

ভাবনাচিন্তা BHABNACHINTA

রাজা ভোরে উঠে একপ্লেট ব্যাং-ভাজা খেয়ে ভাবতে বসলেন, 'ওরা রুটি খেতে পায়না তো কেক খায়না কেন'
এদিকে ছাইগাদার পাড়ে বসে মাসি রুপোর মাছ কাটে ঘ্যাঁচ-ঘ্যাঁচ ---'কেটোনা কেটোনা মাসি রাজা মোদের
ভাই' ....

ভাবতে ভাবতে উনুনের ভাত ধরে যায়

 শীত- বসন্ত রাজা হয়ে ভাই ভুলে যায় কে আনবে রাজকন্যার গজমোতি হাতির তো মাথা কাটা গেছে গিলোটিনে সে খুশির হাওয়ায় আবির মেখে নাচ ;'সাজ ত ভাল কন্যা যদি সোনার নূপুর পাই' কে যাবে কে যাবে নূপুর আনতে ঘরে আছে মোটা বেড়াল কোমর বেঁধেছে সে ত আবার ইঁদুর দেখলে সব ভুলে যায় তাকেই ত বেঁধে  আনা দরকার এতকিছু ভাবনাচিন্তা করে রাজা এঁটো হাতে বসে থাকেন ত বসেই থাকেন-------

1 comment: