তোমার কাপড় তো সাদাই ছিল
এখন তাতে কত রকম রঙ!
কোথাও নীল, কোথাও লাল,
কোথাও সবুজ, কমলা, বেগুনী-----
সাতটি রঙের সমাহারে উজ্জ্বল।
এত রঙ পেলে কোথায় তুমি?
ও রঙীন, তোমার থেকে একখানি রঙ
তাহলে আমায় দাও,
সেই রঙে ছুপিয়ে নিই ওড়না আমার-------[
যাতে তুমি যখন সমস্ত রঙ হরণ করে
কালোরূপে লুকিয়ে পড়বে অন্তরালে,
তখন যেন ঐ ওড়নার রঙটুকুই
আমার সম্বল হয়ে আমার চোখের সামনে ভাসে।
এখন তাতে কত রকম রঙ!
কোথাও নীল, কোথাও লাল,
কোথাও সবুজ, কমলা, বেগুনী-----
সাতটি রঙের সমাহারে উজ্জ্বল।
এত রঙ পেলে কোথায় তুমি?
ও রঙীন, তোমার থেকে একখানি রঙ
তাহলে আমায় দাও,
সেই রঙে ছুপিয়ে নিই ওড়না আমার-------[
যাতে তুমি যখন সমস্ত রঙ হরণ করে
কালোরূপে লুকিয়ে পড়বে অন্তরালে,
তখন যেন ঐ ওড়নার রঙটুকুই
আমার সম্বল হয়ে আমার চোখের সামনে ভাসে।
No comments:
Post a Comment