Subscribe in a reader GAN KOBITA NATOK: উদাসীনা UDASHEENA

Saturday, 30 July 2016

উদাসীনা UDASHEENA

সুখী হও , জয়ী হও, দীর্ঘজীবী হও, 
অনেক শুনেছি এ আশীর্বাণী,
লক্ষ্মীস্বরূপা , রাজরাণী হবার
বরও পেয়েছি কত 
কোনো কাজে আসেনি
এসব শুভচিন্তা -----
কোনো ফল মেলেনি বাস্তবে ----
সুখ, জয়, সোনার সংসার 
এসব অনেক দূরের স্বর্গ-পথে  
কখন মিলিয়ে গেছে

এ পৃথিবী আজ জ্বলছে 
হিংসা, আগুন, বিস্ফোরণে----
আজও কেউ কেন একথা বলেনা
 ঘরের লক্ষ্মীকে 'উদাসীনা' হতে? 
কেন শুনিনা সেই অমৃতনির্ঘোষ
'তেন ত্যক্তেন ভুঞ্জিথাঃ' ?

উদাসীনা হলে যদি 
আগুন না জ্বলে , না হয় পাপ,
তবে কেন এ চেতন -মন 
সদা জাগরূক ,উদ্যত, উদ্ধত ?

ঘুম, তুমি এবার নেমে এস,
অনেক হয়েছে রাত,-----
শ্রবণকে করো বধির , নয়নকে অন্ধ ----
উদাসীনা করো আমায়
যাতে স্বর্গ-পথে উড্ডীন রথে
যেতে পারি সহজে 
মৃত্যুর পরম আশ্রয়ে -----

No comments:

Post a Comment