Subscribe in a reader GAN KOBITA NATOK: 2019

Tuesday, 12 November 2019

দাদার কবিতা

            ১।   জীবন
জীবন বলে যদি কিছু থাকে
তার নাম চরম অনিশ্চয়তা 
সত্য বলে প্রতিভাত হয় যাহা  
পর মুহূর্তে মিথ্যা হয় যে তাহা
যাহাকে আমি নিজের মন জানি
সে আমার বাধ্য কতখানি
আজ সকালে যে কথা ভেবে উঠি 
পর মুহূর্তেই গোলমাল হয় তাহা 
আবার যখন মনে হয় সব ভুল 
পরম সত্য হয়ে ওঠে তারা 
আজকে মনে ছন্দ যখন এল 
মনটা আমার বিস্ময়ে ভরে গেল
ভাবিনি তো ছন্দ আসবে আমার মনে
গুলিয়ে দিয়ে যাবে ক্ষণে ক্ষণে 
সারাদিন শুয়েছিলাম অসীম পেটের যন্ত্রণাতে
রাতে যে কবিতা আসবে মনে 
স্বপ্নেও আসেনি হৃদয়ের খেয়ালে 
এর নামই বিশ্ববিধাতার সৃষ্টি
কিভাবে আমরা করব তার কৃষ্টি ?  

২।শরশয্যা

ভীষ্মের শরশয্যায় শুয়ে আছি দানবীয় ধরায়
যত ভাবি মুক্তির দিকে এগোচ্ছি
এক ধাঁধা জালে বাঁধা পড়ে যাই 
চারিদিকে অন্ধকার, ভালো লাগে না কিছুই,
ভালো লাগে না সাহিত্য, সংসার, বন্ধু-বান্ধব
বা ফেসবুক - হোয়াটসঅ্যাপ -এর কচকচানি
তবু চোখ চেয়ে থাকি, --- সুদিন আসবে, 
আমি বেশ মনোযোগ দিয়ে কবিতা লিখবো 
কামিনী - রজনীগন্ধার ঘ্রাণ নেবো
শুনব রবীন্দ্র - নজরুল - অতুলপ্রসাদ 
রোজই ভাবি উতরে যাবো পরীক্ষায়
পরক্ষণেই আর এক প্রশ্নপত্র আসে 
যার জন্য আদৌ তৈরি নই !

অবসাদে মন ক্লান্ত হয়ে যায়
শুনি নাকি যত বিষাদ কবিজীবনে আসে 
সৃষ্টি তত শুরু হয় উল্লাসে!
উদভ্রান্ত উদাস মন ভরে ওঠে
কল্পনা ও সৃজনে -----

শরশয্যা থেকে উঠে আসে মন 
অসীমের নীরব কল্পনাতে...

Monday, 21 October 2019

শেষ প্রেম (SHESH PREM)

আর চাইনা এ বিফল সান্ত্বনার স্তোক---- 
চলার পথের  এই সুদূর কারুকাজ... 
চাই ছায়া, চাই স্থিতি...
এসো নূপুরের নিক্কণ , এসো কিঙ্কিণী - সিঞ্জন,
এসো হাসি, এসো প্রীতি ---
এসো সযত্ন -সাধিত সুপ্তির ঘন নির্যাস ,

এসো শান্তি ।

আমি কোনো নির্ঝর - সানুদেশে
 শ্যামল-সুধা -পানে তৃপ্ত হবো না আর 
শুধু চাই সেই স্নেহ- চাহনির অপলক দাক্ষিণ্য
যা শুধু তুমিই, ...
একা শুধু তুমি দিতে পারো  ।।


Tuesday, 17 September 2019

শেষবেলা (SHESHBELA)

শেষবেলা   (SHESHBELA)


আজকে আমি  যাচ্ছি চলে চিরদিনের পথে...

    ... আসবি না?


একটুখানি ছুঁবি না আমায় ?
তোর চোখের জলের ধারাস্নানে
আমার যাত্রা - পথ সিক্ত করবি 
 এই বড় সাধ ছিল। 

তারপরে রাত নামলে তোর একাকী শয্যায়
কান্না ... আরও কান্না নেমে আসবে
জ্যোৎস্নায় ভর করে ...। 

প্রতিদিনের কাজেতে তোর 
অকাজ হয়ে আমি
থেকে যাবো প্রতি পলে
এই বড় সাধ ছিল

আসবি না তুই শেষবেলাতে
পাগলিনীর বেশে ?
চিরপথের পাড়ি দেবার আগে

আমার এই বড় সাধ ছিল। 




Saturday, 14 September 2019

অভ্যর্থনা (OBHYRTHONA)


          অভ্যর্থনা 

যদি কখনও এই পথে যাও , 
আমার বাড়ি এসো ...
জাজিম -পাতা মন রয়েছে, 
যত্নে থেকো সেথা...
তোমার ব্যথায় প্রলেপ পাবে
আকাশ এমন নীল ----
জলের ধারায় তোমার অঝোর 
অশ্রু যাবে ধুয়ে 
আসবে যখন সু -চির ঘুম 
পালঙ্কের 'পরে
ব্যঙ্গমা তার পাখায় নিয়ে 
 যাবে যতোই দূরে---- 
ততই আমি থাকব তোমার
মনের মনিপুরে ।

Tuesday, 10 September 2019

তোমায় দেখতে চাই ( TOMAY DEKHTE CHAI)

শুধু একবার তোমায় দেখতে চাই
আমার সব কবিতায় তোমার অচেনা মুখ
তবু একবার তোমায় দেখতে চাই 
আয়নায় নয় , সে আজ ঢাকা থাকুক ।  

Sunday, 1 September 2019

একলা মেয়ে (EKLA MEYE)




 একলা মেয়ে

স্বপন –সাধন করছে একলা মেয়ে
সিঁড়ির পরে সিঁড়ি
আরও সিঁড়ি – সিঁড়ি – সিঁড়ি
জীবন পালন করছে একলা মেয়ে,
কেউ পাশে নেই আগে- পিছে
মিথ্যে শপথ, কান্না মিছে
মরণ লালন করছে একলা মেয়ে ।

রঙ (RONG)



 রঙ(গদ্য কবিতা)


দূরে যেয়ো না ,  ওই
আদিগন্ত – ঝুরি- নামানো অশ্বত্থতলায়
ওখানে সর্বনাশ সাজানো আছে ভালোবাসার নামে
সবুজ পাতার শিরায় শিরায় ----
তার চেয়ে আরও অনেক অভয় আশ্রয় ঐ নীল
নিশ্চিত, কঠিন , সহজ, তরল, ঝজু ---
যার একটিমাত্র প্রতিশ্রুতি
তোমাকে নিয়ে যাবে গভীর চেতনার নীড়ে
কপোত-বক্ষের নিবিড় উষ্ণতায়
দূরকে নিকট করার পরম মুহূর্তের
স্বচ্ছ - সাধনা – নিমগ্নতায় ।

Thursday, 8 August 2019

চোখের জল ( CHOKHER JAWL)

আমি সেদিন তোমার চোখে জল দেখেছিলাম ... 
অনেক দিনের পরে চোখে জল দেখেছিলাম ।
আমি তাকেই কান্না বলে চিনি ।
শুনেছি তা দুঃখ - সুখের দুই কিনারেই বয় ...

 এক সমুদ্র নোনাজলে প্রেম লুকিয়ে রয় ।

কারুর চোখে দুখের সে জল 
কারুর সুখের পানি ---
তোমার চোখে এ জল কেন 
আমিই শুধু জানি । 

Monday, 5 August 2019

প্রেম (PREM)

কম্পমান অধর লালিমা ভুলেছিল
অঞ্জন ভুলেছিল আঁখি 
বিদায় -লগনে ভেবেছিল হিয়া
'এতো প্রেম কোথা রাখি?' 

Saturday, 20 July 2019

আশীর্বাদ (ASHIRBAAD)

মননশীলা তোমাকে হতে হবেনা
বরং তুমি হও উদাসীনা ।
হে ব্রীড়ানম্রা বধূবেশিনী  
তোমাকে যেন এবার চিনি 
গভীর নির্লিপ্ততায় 
সচেতন উদাসীনতায় 
যেখানে ব্যথার তন্ত্রী ঢাকা পড়ে যায় 
মৃদু স্নিগ্ধ মধুরতায়
যেন দেখেও দেখতে না পাও
সংসার কেমন শাঁখের করাত
দুদিক দিয়েই  তার গতায়াত
তুমি কখনও সে পথে যেতে
তোমার রুধিরাপ্লুত পায়ের ক্ষত 
মাটিকে যেন না করে রঞ্জিত
তুমি শুধু যন্ত্রণা কে অতিক্রম করে 
তোমার রক্তাধর আরও রঙ্গীন করে নাও
উদাসীনা হও ...শুধুই উদাসিনা হও ...  

Monday, 17 June 2019

আলিম্পন (ALIMPON)

আলিম্পন

চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে আসছে
কিন্তু আমি কাঁদতে চাই না এমন বিষম অবেলায়
তাই চিঠি লেখার অছিলায়
দুরন্ত অশ্রু ঠেকিয়ে রাখতে চাই । 

আমি হেরে গেছি আমার ভাবনার কাছে 
অশ্রুরও কাছে হেরে গেছি আমি আজ

বাধা মানছে না বুকের মধ্যে
ঢেউ উথাল-পাথাল 

কাগজের কালি চোখের জলে
আলপনা এঁকে চলেছে নিজের মনে 
কান্না দিয়ে ধোয়া এ লিপিখানি
সমর্পণের অথির অপেক্ষায় ... 

Saturday, 15 June 2019

অন্তরাল (AWNTORAAL)




          অন্তরাল 


   অনুশোচনার পুতুল
হাতে ছুঁয়ে ছুঁয়ে রেখে দিই তুলে
অতি বড় ঘরন্তি খেলনাবাটি কভু
দেখে নাই খেলে...
জানতে পারেনি এও, 
শেষরাতে বৃষ্টিটুকু দিয়ে
মেঘ কী যে বলে গিয়েছিল
সেসময়ে চোখ ছিল 
অন্য স্বপ্নে জাগরূক ।
তাই আজ এই মুহূর্তে 
এক পা ফুটপাথে রেখে 
অন্য নীলের জগতে পরিক্রমা-- 
কেন যে দোটানার শেষ নেই
নিজেকে অন্তরালে ঢেকে ...। 



Sunday, 9 June 2019

অসমাপ্ত





হে জীবন! আমি কেন জাতিস্মর হলাম না?
হলে আমি তোমাকে বলে দিতাম 
আমার গতজন্মের  সমস্ত ইতিবৃত্ত 
যা কখনো মাঝে -মধ্যে 
আমার এই অসমাপ্ত, অসংবদ্ধ জীবনে 
উঁকিঝুঁকি মেরে চলে যায়
কি যেন এক ইঙ্গিতে
হাতছানি দিয়ে বলে যায় 
'চলে এসো ,ভেসে যাও গতজনমের
ছন্দময়, বর্ণোজ্জ্বল জীবনের স্রোতে '
যেতে চাই, কেন এ জন্মের স্মৃতিগুলো 
প্রিয়ার বাহুবন্ধন হয়ে জড়িয়ে রাখতে চায়
    আমাকে?











কল্প- কাহিনী


কল্প- কাহিনী 

'আমাকে একটা গল্প শোনাও '
--এর উত্তরে সেই নদী নিঃশব্দে 
আমারই জীবনকাহিনী  আমার কাছেই
উজাড় করে দিলো । 

নিজের জীবন কে আমি 
কোনোদিন এইভাবে নিজের চোখে 
দেখবো ভাবিনি---

যেমন নদীর ধারা পাড় ঘেঁসে নেচে চলে
তেমনি রিন -রিন শব্দে সে গল্প বলে গেল

গোধূলি -আকাশে পড়ন্ত - লাল
আলো - ছায়া -দোলা 
ছিলো সেই গল্পের আবহ জুড়ে ...

আরও কতো গল্প,
গাছের মতন স্থির, পাতার মতন সবুজ
প্রতিরাতে জড়ালো আমার অবুঝ মনকে 

আজ জীবন-শেষের প্রান্তে এসে সেই নদীটার 
শান্ত, ক্লান্ত পলিমাটির মতো 
চলেছি তো চলেইছি ----

জানিনা এবার, এই গল্পের সাক্ষী হয়ে কে
স্বপ্নের জাল বুনে ভরিয়ে তুলবে 
আমার নির্ঘুম, নিঃসঙ্গ, নিস্তরঙ্গ  রাত ...। 

Thursday, 30 May 2019

আপন (APON)

আপন (APON)

পাহাড় নদী সাগর মরু 
ভ্রমণ যখন শেষ ----------
ভালো লাগার তখন শুরু
নিজের আপন দেশ। 

এই সমতল পাতায় সবুজ
ফুলের রঙে রাঙা,
মেঘের কালো বড়োই অবুঝ,
ঝরে আকাশ - ভাঙা ।

সূর্য ডোবে, রাত্রি আসে
চাঁদের আলো মেখে
আবারও ভোর দেখার আশে 
প্রতীক্ষা যাই রেখে। 

 


Friday, 24 May 2019

ছবি (CHHOBI)

     তবুও যারা কাঁদতে ভালোবাসে 
তাদের চোখের জল অফুরান নদী
সোনালী ভোর, রূপোলী রাত
রঙিন করে সাজিয়ে তোলে 
সাদাকালোর অ-পরশন ছবি । 
সেসব ছবি চাও দেখতে?
গভীর রাতের মায়ায়- মোড়া 
ডুব সাঁতারের দমটুকু ওই
হাতের মুঠোয় ধরে
একলা মনের চোরকুঠুরির ঘরে
পৌঁছে  যাবে অদেখা সেই দেশে ।। 

Friday, 17 May 2019

চোখ (CHOKH)


                                            চোখ 


                                কোনোদিন শুনেছ কি 
    বৃষ্টি - ভেজা তারার কাহিনী?
   দূর আকাশে নয়কো কোথাও 
    কোনও নীহারিকা - পুঞ্জে ...
    জোড়া - পায়রার মতো
    তারা শুক - শারী , তবু
    কখনো  মেলেনি একসাথে ---
    মিলবে কি করে? তারা যে দুটি 
            চোখের         আলোক - ধারা !
    তোমার - আমার , সবাকার চোখে 
     আলো হয়ে জ্বলে , আর
     সুখ - দুঃখের বৃষ্টিতে ভিজে
      কভু কাঁদে,  কভু হাসে! ...

Monday, 6 May 2019

কবিতা (KOBITA)

এ - জীবন এক  ভালোবাসা - ভরা  কবিতা।
           পুষ্পে- পত্রে আঁধারে - আলোতে 
           ঝিক্ -মিক্  দেখো ছবি তার ...

Saturday, 13 April 2019

খুকু (KHUKU)




কাজলের দাগ ধুয়ে গেছে শেষ ক্রন্দনে
কপাল সেজেছে কুঙ্কুমে- শ্বেত চন্দনে
গহনায় মোড়া দেহবল্লরি - টুকু
জননীর বড়ো আদরিণী ছোটো খুকু । 


Tuesday, 9 April 2019

ভালো আছি (BHALO ACHI)

              তুমি আছো বলে 
              আমি ভালো আছি আজো
              চিরকাল তুমি
              বাঁশরীর সুরে বাজো ---- 

Sunday, 10 March 2019

বিসর্জন (BISORJON)






এবার আরাধনার কাল শেষ
বিসর্জনের বাজনা দূরে কোথাও বাজে
শুধু মন্দির -প্রাঙ্গণে একটি স্তিমিত প্রদীপ
বিচ্ছেদের গান গেয়ে অশ্রুধারায় সাজে...।

     

গভীর (GOBHIR)













                 গাছের পাতারা যদি গান হতে চায়
                                হতে দাও
                  কবিতা হোক গভীর শিকড়গুলি

Monday, 4 March 2019

কবিভাবনা ( KOBIBHABONA)


     ভোরের শিশিরবিন্দুতে 
    রবিরশ্মি - ছটায়
   পৃথিবীর প্রতিচ্ছবি

  তেমনি দিনের শেষে
  শ্রান্ত গোধুলি-বেলায়
 হারানো সুর খোঁজে কবি । 

তুমি তো রাতে ও প্রাতে
তোমার সখীর সাথে
কবিতা- ভাঙ্গা- গড়া খেলে

বিবর্ণ এ জীবনেরে
তুলেছ রঙিন করে
অফুরান প্রেম-সুধা ঢেলে ... 


Saturday, 2 March 2019

চাহনি

 চোখের অমন গভীর চাহনি
যদি ঢাকা পড়ে চশমায় ...
অধরের হাসি নিমেষের বাধা 
দূর করে এক লহমায় !

বিরাজলক্ষ্ণী

 ফুলের আখরে যে কথা কহিলে
সে আমার শিরোভূষণ
একটি ফুলের সুরভি- বাঁধনে
ধরা পড়ে গেছি দুজন ...

ফুল

তুমি যদি চাও, এখনি বাগান
 ভরে দিতে পারি ফুলে,
আরও বলো যদি, সে কুসুম দিয়ে 
সাজাবো তোমার চুলে।
হলোই নাহয় অবেলা তোমার, 
আমার তো  বেলা আছে --- 
রঙিন ফুলের সাজি ভরে নিয়ে 
আসবো তোমার কাছে ।

Wednesday, 6 February 2019

সখী (SOKHI)





       প্রিয়সখীর মিষ্টি হাসি
বড়োই আমি ভালবাসি
এতদিনের অদর্শনে
বিরহ যে জাগে মনে
 আয় সখী বাহুডোরে
হিয়া- মাঝে রাখি তোরে ...

Wednesday, 16 January 2019

আয়নায় (AYNAY)

       






                                     এখনো আমি দেখতে পাই তোমায় ...
                                 আয়নায় ...


                                          

ছায়া-শীতল (CHHAYA- SHEETAL)










                             দাও,
                                 ছায়া দাও,
                             দাও শীতলতা, 
এ মরু - জীবনের 
অসহ যে ব্যথা!