Subscribe in a reader GAN KOBITA NATOK: ভাণ্ডার BHANDAR

Friday, 11 March 2016

ভাণ্ডার BHANDAR

ভাণ্ডার


মায়ের ঘরে একটা সিন্দুক ছিল 

তার ভিতর কী ছিল আজো জানিনা। 

মনে  ছিল মায়ের মুখে শোনা 

হাজার হাজার রূপকথা। 

আমি সেই রূপকথার হিরেমানিক 

লুকিয়ে রেখেছিলাম আমার একলা বুকে---- 
আরেক সিন্দুকে। 

কোনোদিনও খুলিনি সেই সুখের ঘর---- 
রূপ বাসা বেঁধেছে যেখানে। 

আয়নাতে একজোড়া চোখের ইসারা 
খুঁজে ফেরে কোথায় ফেলে গেছে চাবি । 
লুকোনো কোণগুলো প্রদীপ জ্বালিয়ে খুঁজি --- 
খুঁজেই চলেছি আজো -----

আজও পেলাম না তার সন্ধান । 

No comments:

Post a Comment