ভাণ্ডার
মায়ের ঘরে একটা সিন্দুক ছিল 
তার ভিতর কী ছিল আজো জানিনা। 
মনে  ছিল মায়ের মুখে শোনা 
হাজার হাজার রূপকথা। 
আমি সেই রূপকথার হিরেমানিক 
লুকিয়ে রেখেছিলাম আমার একলা বুকে---- 
আরেক সিন্দুকে। 
কোনোদিনও খুলিনি সেই সুখের ঘর---- 
রূপ বাসা বেঁধেছে যেখানে। 
আয়নাতে একজোড়া চোখের ইসারা 
খুঁজে ফেরে কোথায় ফেলে গেছে চাবি । 
লুকোনো কোণগুলো প্রদীপ জ্বালিয়ে খুঁজি --- 
খুঁজেই চলেছি আজো -----

 
No comments:
Post a Comment