দ্রৌপদী
চাঁদ নেমে এসো
নেমে এসো অন্ধ- তমিস্রায় ---
এখানে কুটির নেই -------
খোলা চুল , অদম্য সম্ভার ------------
ভেসে
গেছে অকাল জ্যোৎস্নায় ----------------
তুমি যার আলোয় আলো দাও
তার অপেক্ষায় থেকে
ঋতুকাল
শেষ ---
এবার তাহলে গতিপথ পালটাও
                     তোমাকে আজ ভাত দেবার কেউ নেই
                     তবু
তুমি   জ্যোৎস্নায়  গা ধুয়ে এসো আরেকবার,
                     তোমাকে
দেখবো অকাল মাখিয়ে দুই হাত
                          দোর ঠেলে দেখো
                                   আমি সেই
                            দিয়েছি ফিরিয়ে রথ--------
                        তোমার অপেক্ষায় থেকে
                       মাস চলে গেছে, গেছে নদী , -------
                        কেবল
জ্যোৎস্না আছে
                   তুমিও
জ্যোৎস্নায় ধুয়ে এসো গা
                          কেননা
তুমি যার আলোয় আলো দাও
                         সে আজ সব ভাত খেয়ে গেছে !!!!
 
No comments:
Post a Comment