ছেঁড়া চটি
আমি তোমার বহু-ব্যবহৃত ছেঁড়া চটি। 
আজ আঠাশ বছর ধরে তুমি আমায় 
তোমার পায়ের তলায় ঘষটেছো 
ছিঁড়ে গেছি,ক্ষয়ে গেছি, 
শেষ হয়ে গেছি দুমড়ে ------- 
আজ তাই তোমার পদাশ্রয়ে 
আমার মেয়াদ শেষ। 
এবার হয়ত তুমি আমায় 
ছুঁড়ে ফেলে দেবে আস্তাকুঁড়ে, 
তারপর ভুলে যাবে আমায় 
তাতে কোনো ক্ষতি নেই আমার। 
তারপর বাজার থেকে কেনা হবে 
বহুমূল্য চকচকে নতুন চটি 
দীর্ঘদিন ধরে তার চমক অটুট রাখার 
নিরলস প্রচেষ্টা চলবে, 
    যতক্ষণ না একদিন 
তারও আমারই মত হাল হয়, 
এবং সেও আমারই মতন ঠাঁই পায় 
কোনো এক আস্তাকুঁড়ে ।
 
No comments:
Post a Comment