মোতি
গলার মুক্তাহার ছিঁড়ে, 
মুক্তাগুলি ছড়িয়ে পড়ল 
সারাটা পথ জুড়ে। 
সবাই ছুটে এলো, কুড়িয়ে নিয়ে গেলো--- 
তা দিয়ে কেউ বানালো দুল, কেউ বানালো আংটি, 
আর সবাই তাদের গয়না 
মুক্তা গেঁথে সাজিয়ে নিলো। 
শুধু একটি মেয়ে সবার শেষে 
যা পেলো তাই কুড়িয়ে নিয়ে 
ঘরে গিয়ে গাঁথলো জপের মালা। 
সেই মালাতে একেকটি মোতি 
জপত সে রোজ কারো অপেক্ষায়। 
যারা গয়নাগাঁটি পরে উৎসবে গা ভাসায় 
তারা জানবে কেমন করে 
আরেকটি মেয়ে নির্জন তার ঘরে   
দিবারাত্রি জপে চলেছে কারো নাম 
ঐ মালাটির একেকটি মোতি গুণে।
 
No comments:
Post a Comment