জল,তুমি
আমি এবার জল এঁকেছি প্রেমে
ভালবাসার অথই জলে নেমে
চোখের পানি মাপতে গিয়ে
ভুলে ছিলাম, প্রেম কি মাপা যায়? 
তাই নামলাম গলা জলের স্রোতে
সাঁতরে এবার মনপবনের নাও
 মাঝি, তোমার   নৌকার হাল ধরে 
ভালোবাসার পারে লইয়া যাও । 
ডুবজলেতে যখন গহীন রাতে 
শুক্তি হয়ে ঘুমিয়ে আছো তুমি   
তোমার বুকের মুক্তো হয়ে প্রেম 
রাঙিয়ে দিল আমার তটভুমি।
 
No comments:
Post a Comment