পারাবতী
ও পারাবতী, উড়োনা অমন ডানার ঝাপট দিয়ে, 
আমার মনের স্বপন-ডাঙা যাবে ওলট-পালট 
আকাশ মাথায় নিয়ে তুমি বাদল ডেকে এনো 
ভিজব আমি, সাজব আমি জড়িয়ে গায়ে নীল আকাশ 
তোমার মতন ওড়বার সাধ   
       থাকলেও তা 
                হবে না আর, জেনো। 
তোমার সাদা পালকগুলির একটি আমায় দিয়ো 
           মনের রঙে ছুপিয়ে আমি 
                        লিখব চিঠি তাকে----- 
সেই যে চির-দূরের দেশে 
          পালঙ্কেতে নিদ্রা গেছে 
জাগবে কি সে আমার চিঠির ডাকে? 
চিঠির ডাকে যদি আসে আমার ভাঙা ঘরে 
আমি আমার চোখের জলে চরণ ধুয়ে তার 
মুছিয়ে দেব নীল ওড়না দিয়ে 
ততদিনের স্বপন আমার মনের মাঝেই থাক্ 
বাদল-মেঘের রঙ সাজিয়ে নিয়ে।।
 
No comments:
Post a Comment