Subscribe in a reader GAN KOBITA NATOK: যন্ত্র JONTRO

Friday 11 March 2016

যন্ত্র JONTRO

যন্ত্র


'চ্যাং-মাছে বলে, মাঝিভাই, আমাকে না মারিও' 
খলসে-পুঁটি কথা কয়না, 
দিনে-দিনে ঝাঁকের কই 
ঐ নদীতে আর বয়না ------ 
মাছ বাড়ন্ত জলে, ঘর বাড়ন্ত চালে, 


'লক্ষ্ণী যখন আসবে' 

তখন পদ্মও আর ফুটবেনা 
শাপলা-শালুক, পানার ফুল 
রঙ মুছে আজ বিধবা-সাজ,---- 



ওগো মানুষ, জীবন বাঁচাও 

যন্ত্র নিয়ে আর খেলোনা! 


শিশু বাঁচুক,বন্য বাঁচুক 

পৃথিবী হোক মাতৃক্রোড় 
সাহারা হোক সবুজ আবার, 
নদীরা হোক মৌ-পারাবার 
পান্থপাদপ তৃষ্ণা মেটাক 
শ্রান্ত মরু-পথিকদের! 



ওগো মানুষ, ওগো মানব 

হৃদয়টাকে পাষাণ-গলাও 
নতুন করে নীড় বেঁধে দাও 
আনন্দহীন পতত্রীর!


No comments:

Post a Comment