Subscribe in a reader GAN KOBITA NATOK: পোড়াভাগ্য PODA BHAGYO

Friday, 11 March 2016

পোড়াভাগ্য PODA BHAGYO

পোড়াভাগ্য


মাথা খাও, আর দুটি খাও, 


ওকি, মাছের মুড়োটা যে পাতেই ফেলে উঠে গেলে? 

বাজার - দরে ষোল কই শলুইয়ে 

দুটো যদি পালিয়ে যায় তো যাক্। 
ঘর বাঁধুক আড়ালে-আবডলে 
কই মাছের জান মুঠোয় ধরে পৃথিবীতে এসে 
চক্ষু খেয়ে পাতের পানে 
দিনের শেষে কাঁটা-খান খাই, 
আঁশটুকুও ফেলি নাকো। 
আহা যদি নলরাজার মাছের মত জ্যান্ত হয়ে 
জলে ফিরে যায়? 
তাই পোড়াভাগ্যে ভাজা মাছটুকু 
ডীপ-ফ্রিজে জোর করে গুঁজি। 
আকালের দিনে যাতে পাতে পড়ে দু-টুকরো। 
তোমার পাতের পাশে তাই 
ঘরের বউ ঘোমটা টেনে বসি, 
' মাথা খাও, আর দুটি খাও'...।





No comments:

Post a Comment