Subscribe in a reader GAN KOBITA NATOK: 2016

Saturday, 31 December 2016

৩১.১২.২০১৬ (31.12.2016)



৩১.১২.২০১৬


শিশুকালে 
যে খেলাঘরে
মাটির পুতুল নিয়ে 
ঘর করেছিলাম
সে ঘর কবেই ভেঙেছে ।

গোধূলিবেলার রেশ নিয়ে
আকাশ সাজিয়েছিলে-----
আজও মনে পড়ে সেই
সানাইয়ের সুরে
সাতপা একসাথে
গিয়েছিল বহুদূর -----

সে সুর আজ সন্ধ্যায়
নতুন করে বাজল
শেষ থেকে শুরুর ইঙ্গিতে।। 

Tuesday, 27 December 2016

পুতুল-কথা PUTUL-KAWTHA

পুতুল-কথা



পুতুল-ঘরের মাটির পুতুল
আমায় বলেছিল
'আমায় তোমার চোখের জলের 
গাঙে ভাসিয়ে দিও ।

তোমার আছে খেলনা অনেক 
ধাতুর কাচের কতো
তোমার কান্না কেউ দেখেনি
একলা আমার মতো। 

তারা তোমার দেখল হাসি
উজল-তারার চোখ ---
তোমার কাঁদন দেখে আমার
হৃদয় আকুল হোক ।

সাজিয়ে রেখো তুমি তাদের
তোমার পুতুল-ঘরে ...
তোমার অশ্রু বুকে নিয়ে
আমিই গেলাম সরে।' 

Saturday, 24 December 2016

পৃথিবীটা PRITHIBITA





পৃথিবীটা  PRITHIBITA


তোমায় ছাড়া 

এই পৃথিবীটা আমার
দরকার নেই।

 দরকার নেই ঘাসফুলে প্রজাপতি 
যদি না তার পাখায় 
তোমার খবর  লেখা থাকে।

পদ্মপাতায় জলের ফোঁটায় যদি
তোমার মুখ দেখতে না পাই
তবে 
 এই পৃথিবীটা আমার
দরকার নেই।

যদি না ভোরের মিষ্টি রোদে 
তোমার হাসি লেগে থাকে
তবে
সূর্য নিভে যাক্---
তাও সই 
তাহলে  সূর্যের আলোমাখা
এই পৃথিবীটা আমার
দরকার নেই।



Tuesday, 20 December 2016

পার PAAR




পার


দুচোখের অতল গভীরে নেমে 
ভেবেছিলাম মুক্তো খুঁজে পাবো -----
এ পারাবার হল না পার হওয়া ।

ভাবিনি তো সাঁতার দেবার আগে
নুনের পুতুল জলেই হারিয়ে যাবো ----
শেষ কথাটি হল না আর কওয়া ।। 




Monday, 12 December 2016

ফিরে দেখা





ফিরে দেখা

জীবন ছেড়ে  এগিয়ে যেতে যেতে
পিছন ফিরে তাকিয়ে বারেক দেখা ...
সেই যে হলুদ পাখির  পালক
লুকিয়ে ছিল দেরাজের এককোণে
সেই যে ঝড়ে হারিয়ে যাবার আগে
পেয়েছিল একমুঠো আশ্রয় 
সেই পাখি তো ডাকবে আবার  ভোরে
কিন্তু আমার চোখ খুলবে কি?
আমি এখন জীবন ছেড়ে 
দুরের বাতাস পাখাতে ভর করে।
চেনা এক পথের হাতছানি...
পিছন ফিরে আর তাকাবো না  ।

Monday, 5 December 2016

মনের কথা MONER KAWTHA

মনের কথা


এমন তো নই আমি...

যেমন মনের কথা মুখের আড় 
সুখের কথা মনের বার ---


এমন নই কো আমি 

তুমি চোখ সরালেই অন্ধকার ...।।


আলোয় এসো , মনের কথা

সময় হলেই যেয়ো ----


চলে যাবার পথটি সোজা,

সহজ, অনুমেয় ।।

Saturday, 12 November 2016

কাঁটা KNATA




কাঁটা  KNATA

কবে জাদু-গালিচায় চড়ে
তোমার পথে পাড়ি দিলাম
তোমাকে একবার 
চোখের দেখা দেখব বলে 
সঙ্গে নিলাম ফুলের নির্যাস,
কাঁটার আঘাত ----
তোমার যা পছন্দ,
তুমি বেছে নেবে ।

জাদু-গালিচা তোমার জন্যে 
করতে পারে কাঁটাকে
ফুলে পরিণত। 

কিন্তু পারে কি


ফুল কে কাঁটায় পরিণত করতে ? 

Saturday, 5 November 2016

জীবন-মন JIBON-MON


জীবন-মন JIBON-MON

হৃদয় নিয়ে সবাই আসেনা
কেউ কেউ ফিরে যায় , এই পূথিবীতে
 হৃদয় দিয়ে, দিয়ে মন ।
সেই মনের মাঝে ঘুমিয়ে থাকে 
তার জীবন।

দেহ ছুঁয়ে যে মন হাসে 
সে জানেনা, মন ছুঁলে সোহাগের দাগ  
সিঁথির লালে রয়ে যায় ।
আলতো কপোলে প্রেম হয়ে 
সময় আঁচড় কাটে স্মৃতির পাতায়।

প্রেম যবে হয়ে যায় স্মৃতি 
আঁচল লুটিয়ে ফেরে ভালোবাসা 
শিশিরে শিশিরে ধুয়ে মন
শরীরের শেষে নবজীবনের তীরে
সুস্নাত ফিরে এসে হাসে জীবন ।।

Monday, 31 October 2016

ভিক্ষাপাত্র BHIKSHAPATRO


ভিক্ষাপাত্র

আমার বিধাতা
আমার জন্মলগ্নেই একটি
ভিক্ষাপাত্র হাতে দিয়ে 
আমায় পৃথিবীতে 
পাঠিয়েছিলেন।

সেই ভিক্ষাপাত্র আজ 
কানায় কানায় পরিপূর্ণ ।

কিন্তু সেই  ভিক্ষাপাত্রে
যতটা অমৃত , ততটাই বিষ ।
আজ সেই অমৃতধারায় 
স্নান করেছি আমি 
  আর -----
সমস্ত গরল কণ্ঠে নিয়ে
তুমি আজ নীলকণ্ঠ । 

Sunday, 30 October 2016

তারপর? TARPOR?


তারপর? TARPOR?

তারপর কেটে  গেছে যুগ বহু- বহু 
মহুলের বনে ফুটেছিল যে মধুমঞ্জরী 
সুয়োরানীর মুকুট থেকে 
কবেই তা  ঝরে গেছে ----

সমুদ্র - সম্রাটের সৈন্যদল গর্জন থামিয়ে
ফিরে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে -----
সূর্য- গ্রহণের পর পাখির কূজন গেছে থেমে

এবার তুমি কোথায় ফিরবে, পথিক? 

কোন্ পথ তোমার পদচিহ্ন বুকে নিয়ে
হাজার বছর প্রতীক্ষার প্রতিশ্রুতি বহন করবে
জীবনের শেষ প্রশ্বাসকে বাজি রেখে?



Saturday, 29 October 2016

আকাশ AAKAASH

মুখ লুকোবার জন্য 
আস্ত একটা আকাশই তো আছে 
আছে তাতে মেঘের বালিশ 
 তোমার সমস্ত চোখের জল
শুষে নেবার জন্য ----

কখনো কোনো পাখির ডানায় ভেসে 
উড়ে যেও স্বপ্ন দেখার রাতে
যেখানে শেষ নেই, নেই শুরু----- 
হাসি-কান্না, দুঃখ-সুখ
কিছু নেই----

আছে আকাশ ----
দিগন্ত -জোড়া নীল আকাশ -----
মুখ লুকোবে বলে,

হারিয়ে যাবে বলে...... 



Sunday, 23 October 2016

শেষ প্রেম SESH PREM

তোমায় ভালবেসে 
ভেবেছিলাম
এই আমার শেষ প্রেম...।।

ভাবিনি তো 
তোমায় ভুলে 
আবার পথে 

পা রাখলেম ।।

Friday, 21 October 2016

ভয় BHOY



ভয় BHOY



আমি কি কারোকে হারাবার ভয়ে
বার বার ছুটে আসি আয়নার কাছে?
নাকি ছুঁতে চাই অনুখন আমার 
হারানো অতীত ?
যে অতীত কথা কয়না ----
শুধু মুখ টিপে হাসে 
তার সাথে কিসের লেনাদেনা?
আয়নার দিকে চোখ পড়ে যায় ---
আমার চোখের ভাষা পড়ে ফেলে সে
চিঠির মতন ভাঁজ পড়ে
কপালে আমার-----
নিজেকেই হারাবার ভয়ে আমি 
বারবার আয়নায় মুছে দিতে চাই
অতীতের প্রতিবিম্বটুকু -----

Saturday, 15 October 2016

মা দুগগা MAA DUGGA

মা দুগগা নোমোসকা---র !!!
তোমার জন্যে হয়ে হন্যে
প্যান্ডেলে - প্যান্ডেলে 
লুকোচুরি খেলে
আমার নতুন জুতোয় ফোসকা !!!!! 

দুর্গতি তো দূর হল না 
অঙ্কে পেলাম শূন্য যে মা !!!
দেখি তোমার সিংহ পাহারা দেয়
ক্লাসের মাঝে দাঁত ভ্যাংচায়!

এসব দেখে ভয়ে কেঁপে ডকে উঠল পরীক্ষা

Tuesday, 4 October 2016

জাল JAAL


জাল JAAL

তুমি আমার জীবনের বৃত্তে
অন্ধকারে জাল বুনে চলেছো ক্রমাগত 
আলোয় ঝিল্ -মিল্ করে ওঠে সেই জাল 
ভোরের শিশিরবিন্দু বুকে নিয়ে। 

আসল দুঃখের কথাটা কি জানো?

আমি অঙ্কে বেবাক কাঁচা বলে 
আরেকটা জাল আমার বোনার সাধ্য নেই
শুধু আছে আলো- ঝলমল সকাল ,
                জাল
আর শিশির- স্নিগ্ধ ভোরের প্রতিশ্রুতি ।। 

গলাবন্ধের দাগ GOLABONDHER DAAG

তোমার পোষা সারমেয়
গলায় দ্যাখো গলাবন্ধের দাগ 
সে যেখানে যায় ,
তোমার হাতে থাকে তার 
লাগাম-টানার রাশ 

ওই লাগামই কি 
তোমাকে তার 
ভালোবাসার লক্ষ্মণরেখা?

কখনো তার চোখের ভেতর
অবগাহন করেছো কি?
খুঁজে পাবে ভালোবাসার
গহন অলিন্দ -----
কৃতজ্ঞতায় মাখা ।। 

Saturday, 1 October 2016

রঙ RONG

আমি তোমায় শুভক্ষণে দেখেছিলাম
চিরজীবন তেমন দেখতে চাই  ----
তোমার ওই রামধনু - রঙ ময়ূর -পাখায়
আমার এ মন প্রেম দিয়ে সাজাই। 

Saturday, 24 September 2016

প্রেম PREM

আমি একদিন
তোমার বুকে মাথা রেখে
কাঁদবো অনেকক্ষণ । 
তোমায় দিয়ে চলে যাবো
সমস্ত জীবন ।।

আনন্দ ANONDO

তোমায় হঠাৎ দেখতে পেলাম
বাতায়ন জুড়ে আলোর খেলা
তুমি আছো তাই আছে আনন্দ 
জীবনের এই সায়ন- বেলা।

Thursday, 8 September 2016

বিষকন্যা VISHKANYA


বিষকন্যা VISHKANYA

বিষকন্যা, চোখ মেলোনা এমন অসময়ে 
পৃথিবীর মাটি এখনও তরল, উষ্ণ ---
বিপদ জানেনা সে...।। 

তোমার নীল নিশ্বাসে
তার অঙ্গ দিওনা ভরে !

আর কিছুদিন তাকে হাসতে দাও
ফুলের কাছে, পাতার কাছে
তার যে কথা দেওয়া আছে

নদীর জলে সে হবে সুস্নাতা
এমনও  তো কথা ছিল

তাহলে কেন এ অসময়ে পত্রপুষ্পের 
কলি থেকে নিয়ে যাও
নির্যাসটুকু হরণ করে?

জীবনে জীবন দাও, মধুরে মধুর
তোমার নিশ্বাসে থাক
অমৃতের ঘ্রাণ ---
যা প্রেম কে 
আরও সুন্দর করে ----

করে পৃথিবীর হাসি 
আর ছন্দময় -----





Tuesday, 6 September 2016

ছায়াপথ CHHAYAPAWTH


ছায়াপথ  CHHAYAPAWTH

তোমার তো ধুলোমুঠি
 সোনামুঠি হয় ----
আমার যে অন্ধকারে 
ছায়াও মিলিয়ে যায় ।

আমার বাগানে ফোটে 
ফুল নয় , কাঁটা ----
পুষ্প - বিছানো পথে 
সে তোমারি হাঁটা ।

পাখির কাকলি শুনে
তুমি ওঠো জেগে
স্বপ্ন - পরাগ - মধু
দুচোখেতে লেগে ---

আমি থাকি বেদনার 
ছায়াপথ -'পরে
জীবনের মায়াময়
ছবি যায় সরে। 

Tuesday, 30 August 2016

নবনীচোরা NOBONICHORA

ওগো নবনীচোরা,
তুমি রন্ধ্রে রন্ধ্রে বাঁশরীর চোরাস্রোতে
বেদনা বাজাও, ঝরাও আনন্দাশ্রু -----

হাসিমাখা ঐ অধরে তোমার
ব্যথাতুর শ্রাবণ তামসী ঘোরা ---

আ্সো যখন কাঁটার পথে 
পা ফেলে বন্ধুর দ্বারে 
বক্ষলগ্ন প্রেমিকা তখন
 জীবন-সরসী পার হয়ে 
লক্ষ জন্ম লয় তোমার কোলে-----

তুমিও সহস্র - দিনের লীলাখেলা সেরে
তাকে তুলে নাও অধরে তোমার
বাজাবে বলে, কাঁদাবে বলে -----

Monday, 29 August 2016

শিম্পী SHILPI

তোমার তুলির এক-আধটি টান 
দাও না আমার হাত দিয়ে ---

ছবির সুরে ফুটে উঠুক 
জীবন- খেলার গান ----

মরণ-দিনের নিশ্বাসে , 
প্রাণের সাদা ক্যানভাসে -----

Thursday, 25 August 2016

গিন্নি GINNI

গিন্নি আমার যাচ্ছে চলে বাপের বাড়ি !
চটের ব্যাগে ভরতি করে একশো শাড়ি ----
ক্যাবলা হয়ে দাঁড়িয়ে থাকি,
ট্যাক্সি এবার ডাকবো নাকি?


আমি যেমন ধোপার গাধা,
পায়ে ধরেই বেদম সাধা

বেগুন-ক্ষেতে-কাক-তাড়ানো-কেলে-হাঁড়ি!!!!

Sunday, 21 August 2016

অসময় AWSHOMOY

ভুলে ছিলাম, ভালো ছিলাম।
কেন এলে অসময়ে গোধূলি -দিগন্তে? 
এলে যদি, দেখা না দিয়েই 
চলে যাবে এ জন্মের মতো?

যাবেই যখন, একটু সময় দাও -----
তোমায় দেওয়া আমার না-বলা  কথাটি
ঝরে পড়ে আছে ফুলগাছ টির নিচে ----
ওকে তুলে নেবে না তোমার বুকে?


তোমার কুয়াশায় ঢাকা হাসিটুকু---
যা এতদিন আমার বুকের আয়নায়
লুকিয়ে রেখেছিলাম ------

সেই হাসি হোক আমার 
বাকি দিনগুলির রসদ
তোমায় বিনা জীবন 
চোখের জলে কাটিয়ে যাবার -----



Saturday, 20 August 2016

গোধূলি GODHULI

গোধূলি GODHULI


আমি অনেকদিন আকাশ দেখিনি
দেখিনি গোধূলি-বেলায় 
কী রঙে সেজে ওঠে 
নববধূ 'আশমানি'?

আজ দেখলাম তার 
বিবাহলগ্ন আসন্ন ।

এমন লজ্জান্ম্র রাঙা আকাশ 
আগে কোনোদিন 
চোখে পড়েনি আমার।

যেন লাল ঘোমটায় মুখ ঢাকা এক কনে-----
তার নীল বেনারসিতে খচিত
চন্দ্র -সূর্য- তারার হিরেমানিক-----

সে রয়েছে তার জীবনের 
পরম লগনের অপেক্ষায় 

কখন আসবে সেই বাঞ্ছিত শুভক্ষণ 
সাদা মেঘের মালা গলায়
নীল চাঁদোয়ার নীচে? 

Sunday, 14 August 2016

মুখ MUKH

আমি এই বেদনার মুখ চিনিনা, 
যে বেদনা আমাকে নিয়ে ঘুরে বেড়ায় 
সাগর, নদী, উপত্যকায়----
কখনও মুখ দেখিনি তার 

শুধু কখনও আয়নাতে চোখ পড়লে
ওই অচেনা মুখ আমাকে
তার খবর দেয়
আমি তার চোখের আলোতে 

সাগর দেখি, দেখি নদী, 
পাহাড়, উপত্যকা,
আর দুচোখ বেয়ে অশ্রু হয়ে 
সেই বেদনা ঝরে ...। 

Friday, 12 August 2016

দোলন- কেদারা ROCKING - CHAIR

ওই যে দোলন- কেদারা 
ও কি আজ নিজে- নিজেই দোলে?
কেউ তো বসে নেই তাতে -----

একদিন তুমি ছিলে,
ছিল তোমার হাতে কুরুশ- কাঁটার বোনা 
মনের সুখে দুলত তোমার 
দোলন- কেদারা ।।

লেসের জাফরি- কাটা বুনন
তোমার হাতের থেকে
লম্বা হতে হতে ছুঁয়ে যেতো মাটি ।


তোমার সেই হাতদুটি আজ
 নিথর আলোর দেশে  -----
থেমে গেছে শূন্য দোলন- কেদারা----

আজ এ ঘরে এসে 
বড়ই একলা আমি
শুধু চোখদুটো চেয়ে থাকে 
ঐ একলা কেদারার দিকে।

ঘরের মধ্যে সময় থেমে গেছে-----
দুলতে দুলতে কখন স্তব্ধ হয়ে গেছে----
তোমার  দোলন- কেদারা ..



Tuesday, 9 August 2016

সাহসিকা SHAHOSHIKA

সাহসিকা

তুমি ছাতা দিয়ে মেঘবৃষ্টি আড়াল করো 
তোমার চোখের আড়াল দিয়ে 
আমার শরীর ভেজে।
শ্যাওলা -ঘেরা ঘাটের পথে 
একা চলি, জানিনা কার
 অভিসারে----
আমার সঙ্গে চলে কে যে 
নাম জানিনা তার -----
দেখেছি তার কাঁখে কলস 
পায়ে রূপোর মল -----
ললাটে আঁকা অলকা- তিলকা ।
মেঘবৃষ্টি কিছুই মানে না সে
সেও কি আমার মতোই
অভিসারিণী ?


আমিও যদি হতে পেতাম 
তেমন সাহসিকা----
শ্যাওলা -ঘেরা  পিছল ঘাটে
পথ হারাতাম না ।

হরতনী QUEEN OF HEARTS


হরতনী  QUEEN OF HEARTS

রানী ছিলে একদা কারো হৃদয়ের 

আজ তা বোধহয় গেছ ভুলে
আজ সেই হাসি অধরে 
ফুটে ওঠে কি 
চকিতে হঠাৎ মনে হলে ?

তাই হোক, ভুলে যদি ভালো থাকো 
মন যদি না-ই মনে করে
পথিক ছিল কে কবে
তোমার মনের পথে 
চলার ছন্দে সে গেছে সরে। 



Monday, 8 August 2016

শ্রাবণ SRABON

শ্রাবণ 

বৃষ্টি থেমে গেছে।
এবার তুমি এ ঘর ছেড়ে
অনেক দূর যেতে পার।

এ দূর সে দূর নয় 
যা ফিরে আসার পথটুকু 
ধুলোয় মিশিয়ে দেয় 

এ দূর সেই দূর 
যা তোমার চুলের স্মৃতিরেখা
আঁধার- আলোয় মিলিয়ে দেয়।

আয়নায় চোখ মেলো যখন 
চিনতে কি পারো 
সেই দুরের পথের চলার ছন্দ ?

যা বার বার ফিরে আসে
তোমাকে ফিরিয়ে দেবে বলে
মেঘভেজা সেই আকাশের 
  

আশ্রয়ের কোলে ... 

Saturday, 6 August 2016

বাগান BAGAAN

আমার ফুলের বাগানে কখনও ফোটেনি ফুল
কোনো প্রজাপতি ডানা মেলে রঙ ছড়িয়ে
ভাসেনি পাতার সবুজে

আমার পায়ের নিচে 
ঘাস নেই...।আছে কাঁটা...।। 
আছে মাটি...।রক্ত দিয়ে ধোয়া ...

আমার জানালা দিয়ে কখনও আসেনি আলো
আকাশও দেয়নি ডাক 
ছুটির দিনের ছোঁয়া দিয়ে...।।

আমি এই একলা দিনে 
ঊষর মাটির উপর 
পড়ে আছি কার অপেক্ষায় ?

Monday, 1 August 2016

আদর AADOR

ভালোবাসলে মন মেঘ হয়ে যায়,
তখন দুচোখ দিয়ে
অঝোর ঝরে আদর-----

তোমার চুলের কালোয় হাজার রাতের তারা
ভালো্বাসার আঁধার নিয়ে আসে

রাত হয়ে যায় দুচোখ বোজার আগেই,
মনের মেঘে অঝোর ঝরে আদর-----


ভোরের আলো আমার জন্য না,
আলোয় তোমার মুখ মিলিয়ে যায়

গভীর রাতে তোমার চুলের তারায় 
ভালো্বাসায় অঝোর ঝরে আদর-----

Sunday, 31 July 2016

সূর SUR

মনের গভীরে খুঁজি 
সাগর, পাহাড় , মরুবেলার
একাকীত্বের সুর...

অন্তরে আমি বুঝি
গান শেষ করে শেষবেলার
চলে গেছ বহুদূর ।


Saturday, 30 July 2016

উদাসীনা UDASHEENA

সুখী হও , জয়ী হও, দীর্ঘজীবী হও, 
অনেক শুনেছি এ আশীর্বাণী,
লক্ষ্মীস্বরূপা , রাজরাণী হবার
বরও পেয়েছি কত 
কোনো কাজে আসেনি
এসব শুভচিন্তা -----
কোনো ফল মেলেনি বাস্তবে ----
সুখ, জয়, সোনার সংসার 
এসব অনেক দূরের স্বর্গ-পথে  
কখন মিলিয়ে গেছে

এ পৃথিবী আজ জ্বলছে 
হিংসা, আগুন, বিস্ফোরণে----
আজও কেউ কেন একথা বলেনা
 ঘরের লক্ষ্মীকে 'উদাসীনা' হতে? 
কেন শুনিনা সেই অমৃতনির্ঘোষ
'তেন ত্যক্তেন ভুঞ্জিথাঃ' ?

উদাসীনা হলে যদি 
আগুন না জ্বলে , না হয় পাপ,
তবে কেন এ চেতন -মন 
সদা জাগরূক ,উদ্যত, উদ্ধত ?

ঘুম, তুমি এবার নেমে এস,
অনেক হয়েছে রাত,-----
শ্রবণকে করো বধির , নয়নকে অন্ধ ----
উদাসীনা করো আমায়
যাতে স্বর্গ-পথে উড্ডীন রথে
যেতে পারি সহজে 
মৃত্যুর পরম আশ্রয়ে -----

Friday, 29 July 2016

চেনামুখ CHENAMUKH

একাকীত্ব আমার সম্পদ , ----- তোমার নয় 
আমি ভিড়ের মধ্যে চেনামুখ খুঁজে বেড়াই 
তুমি অন্তরালে হাসো আমায় দেখে---   

সাগর, পাহাড়, মরুবেলা,
আমার সঙ্গী হতে চায়,
আমি সবিনয়ে ফিরিয়ে দিই 
আমি চাই কি চাইনা একা হতে
তোমার তাতে কি আসে যায়? 

আমি স্বপ্নে একা জাগি 
তুমি অঘোর ঘুমে-----
কবে জাগবে সেই প্রতীক্ষায়
আমার অলিন্দে মৃদু দোলনচাঁপা------ 
বায়ুভরে সেই সংগীতে দোলা দেয় -----

আরো একবার সেই চেনামুখ 
আমার আয়নার ছায়ায় -----
তুমিও কি সেই পথে পাড়ি দাও 
আমার একাকীত্বের
নীরব সাথী হবে বলে? 

Thursday, 28 July 2016

জলস্রোতে JAWLOSROTE


জলস্রোতে JAWLOSROTE

প্রেম ভেসে যায় জলস্রোতে
সেদিন এমন ছিলো
রেখার কাঁপন অবুঝ মুখে
হারিয়ে যাবার মধুর সুখে
রঙ বুলিয়ে দিলো ...

শেষ হল পথ, যেতে যেতে
অনিশ্চয়ের পানে 
ভুল হল কি কখন কবে?
আজ সে কথাই বলি তবে
বিদায় নেবার গানে ।

Wednesday, 27 July 2016

দরজা DORJAA

পায়ের শব্দ মিলিয়ে যায় দরজাটার ওপারে
দরজা খোলে না
দরজার এপারে থাকে জীবনভর প্রতীক্ষা
কারো আসার ----

কেউ আসে না ।

Sunday, 24 July 2016

আক্ষেপ AAKHHEP

ননদিনী ,আমি শ্বশুরঘরে এসে রান্না শিখলাম না।
আমার মন থাকেনা ব্যঞ্জন-পাকে, 
কড়াইতে তেল দিয়ে পটল ভাজতে গিয়ে
কখন যে সুপুরী ভেজে ফেলি,খেয়ালই থাকেনা

আবার তপ্ত কড়ায় তেলে-জলে মিশে গেলে
আমি শুধু শুনি যমুনার কুলুকুলু স্বর
কিন্তু ঘর থেকে বেরোবার যে উপায়টুকুও নেই 
ঘর হইতে আঙিনা যে বিদেশ!

পায়ের নূপুর হল সোনার শিকল,কঙ্কণ হাতের বেড়ি
গলার সপ্তনরী হারের ফাঁসে জীবন হল বৈরী।
রইল শুধু যমুনার জল,ডুবিয়া জুড়াব গা------
ননদিনী,আমি শ্বশুরঘরে এসে ঘরই করলাম না!

Saturday, 23 July 2016

ঝাঁপ JHNAAP

আগুন থেকে জলে
মরণ থেকে বাঁচবো বলে
দিয়েছিলাম ঝাঁপ 

তখনো তো জানতাম না 
মনের মধ্যে উথাল-পাথাল
ভালোবাসাই পাপ !

Thursday, 21 July 2016

ক্যানভাস CANVAS

তোমায় চেয়ে ভেবেছিলাম
না - পাওয়াটুকুই থাক্ ----
আরো ভালো সারাজীবন
তোমায় ভেবে ভেবে
মনের সাদা ক্যানভাসেতে
যে মুখখানি ভাসে----
সে মুখখানি ভুলতে চেয়ে
জনম কেটে যাক্। 

Saturday, 16 July 2016

আকাশ AKAASH

মুখ লুকোবার জন্য 
আস্ত একটা আকাশই তো আছে 
আছে তাতে মেঘের বালিশ
 চোখের জলটুকু 
শুষে নেওয়ার জন্য। 

কখনও কোনও পাখির ডানায় ভেসে 
উড়ে যেও স্বপ্ন দেখার রাতে
যেখানে শেষ নেই -----নেই শুরু
হাসি-কান্না দুঃখ -সুখ 
কিছু নেই ---

আছে  আকাশ ----
দিগন্ত - জোড়া নীল আকাশ ----
মুখ লুকোবে বলে----
হারিয়ে যাবে বলে......। 

Thursday, 14 July 2016

ভুল BHOOL

ভুল BHOOL

এক অঞ্জলি ভুল হাতে নিয়ে
সে নাকি একরাত 'প্রিয়া' বলে ডেকেছিল
আকুল বালিশ জ্যোৎস্নায় ভিজেছিল বুক
হয়ত কোনও তারা ফোটার অপেক্ষায়
উপলে কেটেছিল তার মার্গশীর্ষ রাত 


জীয়নকাঠির খেলা তর্জনী ভুলে গেছে
গেছে মধ্যমা,কনীনিকা, অঙ্গুষ্ঠা,
পাথরে ঠিকরে যে আলো পথ দেখেছিল
কোনো এক অচেনা  মেঘ,
সাপের মাথার মণি হাতে নিয়ে
পথ খুঁজে ফিরেছিল সেই রাতে


সে রাতে ছিলনা চাঁদের আলো
তাই ভুল হয়ে ডেকেছিল পাখি
   আর শুধু
রাত প্রদক্ষিণ করে আর কোনদিন 
বাসায় ফেরা হলোনা কো তার।

Tuesday, 12 July 2016

চলে যাওয়া CHOLE JAWA


 চলে যাওয়া

 চলে যাওয়ার পথটা কিন্তু সামনেই আছে
কিন্তু যাওয়ার উপায় নেই।
আমি ঘরের জানালা থেকে দেখি তাকে,
যে পাখি বাসা ফেলে রোজ আনন্দে উড়ে যায়
সে যদি আমায় দিয়ে যেত তার ডানাদুটি,
তাহলে পথের বাধা মানতাম না, 
শুনতাম না কারো চোখের জল,
শুধু উড়ে যেতাম ওড়ার আনন্দে।

আমি বেশ বুঝতে পারি আকাশের হাতছানি
তারাদের হাসি, হাওয়ার আঁচল-দোলা,
এই বন্দী-জীবন থেকে তারা আমায় মুক্তির আভাস দেয়

কিন্তু চলে যাওয়ার উপায়টা আজ পর্যন্ত 
কেউ আমাকে বলে দেয়নি।

Sunday, 10 July 2016

স্বপ্নের শব্দ SWAPNER SHOBDO

দুবাহু বাড়িয়ে জড়িয়ে ধরেছে ঘুম
দুইচোখে এসে স্বপনেরা নিঃঝুম।
বলে 'এসো,এসো, হেথা অানন্দমেলা
না-পাওয়ার সাথে খেলো লুকোচুরি খেলা-----
শ্বেতপাথরের সাজানো অট্টালিকা,
চির-প্রদীপের চির-প্রেরণার শিখা।
যে মালা কখনো জীবনে পরোনি গলে 
সেই মণিহার ঐ যে বক্ষে দোলে।
আজিকে এ তুমি একটি রাতের রাজা
সার্থক হোক অনুপম বেশে সাজা।
আতর ছড়াও সুন্দরী সুস্মিতা,
লজ্জাবস্ত্রে আধোখানি আবৃতা-------
সোমরস ঢেলে পাত্রে এগিয়ে দাও,
আজ প্রাণভরে স্বপ্নানন্দ নাও
কে জানে কখন ঘুম ভেঙে যায় পাছে
কঠিন, কঠোর বাস্তব জেগে আছে।
কাচের স্বপ্ন চুরমার হলে শেষে
কঠিন ভূমিতে আছড়ে  পড়বে এসে।'

Saturday, 9 July 2016

স্নেহ SNEHO



 স্নেহ SNEHO

তোরা যে নদীতে আগে জল নিতে যেতিস,
তাতে আর জল বয় না।
পূবের বৈশালী মন্দিরে তাই জলের জন্য প্রার্থনা চলছে।


মুদ্গলী, শনিচরী, মেঘলতা, তোরা

ঘুরপথে আর মিছে জলের চেষ্টায় পা বাড়াস না।
পথে কত ফাঁদ পাতা আছে কে বলতে পারে?


কে জানে কবে আকাশে বাদলা জমবে

ধারার সুখ ভরিয়ে দেবে তোদের চুল, বুক,শাড়ী,
তোদের পায়ের ছন্দে নেচে উঠবে মাটি-মা ।


এখন তোরা তবে বরং ঘরেতেই মন দে

সংসারের মাটি-আঙন ভরিয়ে দে সুখে
শিশুদের দেহে বুলিয়ে দে তোদের বুকের যত স্নেহ।

ভাবনাচিন্তা BHABNACHINTA

রাজা ভোরে উঠে একপ্লেট ব্যাং-ভাজা খেয়ে ভাবতে বসলেন, 'ওরা রুটি খেতে পায়না তো কেক খায়না কেন'
এদিকে ছাইগাদার পাড়ে বসে মাসি রুপোর মাছ কাটে ঘ্যাঁচ-ঘ্যাঁচ ---'কেটোনা কেটোনা মাসি রাজা মোদের
ভাই' ....

ভাবতে ভাবতে উনুনের ভাত ধরে যায়

 শীত- বসন্ত রাজা হয়ে ভাই ভুলে যায় কে আনবে রাজকন্যার গজমোতি হাতির তো মাথা কাটা গেছে গিলোটিনে সে খুশির হাওয়ায় আবির মেখে নাচ ;'সাজ ত ভাল কন্যা যদি সোনার নূপুর পাই' কে যাবে কে যাবে নূপুর আনতে ঘরে আছে মোটা বেড়াল কোমর বেঁধেছে সে ত আবার ইঁদুর দেখলে সব ভুলে যায় তাকেই ত বেঁধে  আনা দরকার এতকিছু ভাবনাচিন্তা করে রাজা এঁটো হাতে বসে থাকেন ত বসেই থাকেন-------

Thursday, 7 July 2016

রাধা RADHA

 চিত্রার্পিতা ,  কে মেঘাবরণী  
বুঝি  শ্যামল-স্মরণে এ বেশ ?
এ মহা-প্রলয়ে  পার হবে তুমি 
ঝঞ্ঝার বাধা ? যাবে দয়িতের দেশ ?

সাহসিনী, তুমি একেলা এ কূলে 
পার হবে নিশি-যামে -----
প্রেম হোক তব পারের তরণী 
যেন ঝড়ে নাহি থামে। 

তোমার শ্যামল দুস্তর পারে,
   বাজে মোহনিয়া--বাঁশি
চোখে তার নীল যমুনার বারি
মুখে প্রেমময় হাসি ।

ওপারে তোমার দয়িতের বাঁশি 
তব নাম জপে প্রেমে, 
তুমি হয়ে ওঠো  শতেক রূপসী 
সেই প্রেম-জলে নেমে।

যাও যাও প্রেম , প্রেমিক-সকাশে
ভেঙ্গে প্রস্তর - বাধা ----
মরমী তোমার দূরে  নেই আর
ওগো শ্যাম- ময়ী রাধা!

নাম NAAM


নাম 

নীল বসনে  চিত্রার্পিতা
তুমি কি কৃষ্ণ প্রিয়া
তবে কেন কান্দ এমন
জগত আঁধার দিয়া?

কৃষ্ণময়ী, অঙ্গে তোমার
মেঘবরণ শাড়ী্‌,
অভিসারের অজানা পথ
নির্ভয়ে দাও পাড়ি।

তোমার মধুর ভালোবাসা
জাগাও আমার প্রাণে,
জীবন-সাগর পার হয়ে যাই
কৃষ্ণ -নামের গানে।




বাড়ি BAARI

বাড়ি BAARI

একটি স্বপ্নের বাড়ি ছিল,
আমি রাস্তা দিয়ে যেতে যেতে
চেয়ে চেয়ে শুধু দেখতাম।
জানালার ওপারে কেউ বসে আছে
কারো অপেক্ষায়।
সে কি আমি? নাকি অন্য কেউ?
হয়তো আমারই মতন অন্য কেউ।
আহা, আমার জন্যে কেউ যদি
এমন প্রতীক্ষায় থাকত!
ভাবতে ভাবতে একদিন স্বপ্নের বাড়ি
স্বপ্ন ভেঙ্গে মিলিয়ে গেল।
প্রতীক্ষাও মিশে গেলো ভাঙ্গা বাড়ির ধুলোয়।

পাখি PAAKHI

দুয়োরাণী যখন কঠিন জ্বরে শয্যাশায়ী
তখন মান রাখতে রাজা বৈদ্য ডাকলেন, 
ওষুধ আনালেন, পথ্যি যোগালেন, 
কিন্তু রাণী দিনে দিনে শয্যার সঙ্গে মিশে যেতে লাগলেন।

বদ্যি এসে বললেন,' এবার বোধহয় সময় এসে গেছে,
দরজা জানালা গুলো খুলে দাও '

সুয়োরানী নাক সিঁটকে বললেন,
'এঃঁ ! এত সহজে যেন মরবে!'

      দিন যায়...

একদিন একটি অচেনা রঙিন পাখি
জানালায় এসে বসে চমৎকার শিস দিতে লাগল।

সে ডাক সকালে ঘুম ভাঙাবার, রাত্রে ঘুম পাড়াবার।

রানীর অচেতন মনে কে যেন বলতে থাকল,
'তোমায় রাজা ছেড়েছেন, প্রাসাদ ছেড়েছে,
আরাম ছেড়েছে, সম্পদ ছেড়েছে,
কিন্তু মনে রেখো, একজন সবসময়
তোমার জন্য আছে।'

দিনে দিনে রাণী চোখ মেলে চাইলেন।

একদিন রাণী সুস্থ হয়ে শয্যা ছেড়ে উঠে দাঁড়ালেন।
উঠে তিনি পাখিটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ান
কিন্তু কোথাও খুঁজে পান না তাকে আর।

শুধু পাখির গাওয়া গানগুলি রাণীর বাকি জীবনের
পরম সম্পদ হয়ে রইল।

গজমোতি GAWJOMOTI


গজমোতি

চাঁদ থেকে নামতে নামতে ভেঙে গেলাম
পাহাড় থেকে নামতে নামতে টুকরো হলাম
সাগর ঢেউয়ে আছাড় খেয়ে খণ্ড হয়ে 
তোমার পায়ে লুটিয়ে পড়লাম।

তুমি হেসে আমার ভাঙা দেহে হাত বুলিয়ে
মুক্তো গেঁথে গলায় পরে নিলে
আমি হলাম তোমার গলায় 
   গজমোতির মালা।
তোমার গলার শোভা দেখে সবাই বলে
'কোথায় পেলে এমন চমৎকার?'
তুমি শুধু ঈষৎ হাসো, আর
তোমার গলায় ঝলমলিয়ে ওঠে
গজমোতির হার।

Wednesday, 6 July 2016

বেখবর BEKHOBOR

বেখবর 

সকাল থেকে রাত্রি, দুপুর থেকে সাঁঝ
ফোন মেলেনা, মেলেনা ইমেল,
বাজেনা কলিং - বেল।

ডাকবাক্সের চাবিটা তো 
হারিয়ে গেছে কবেই 
ওতে আর আসে না কোনো চিঠি।

তবুও রোজ জানলা খুলে মিথ্যে দুরাশাতে
খুঁজি কোনো পাখির ঠোঁটে সবুজ গাছের পাতা,
অথবা ঠিকানা-লেখা কোনো পালক

দিন যায়, আসে রাত,
রোদ ওঠে, ওঠে ঝড়,---------
মেলেনা,মেলেনা কোনো খবর।

Tuesday, 5 July 2016

দয়াল DOYAL

দয়াল DOYAL

হাতে তোমার মোহনবাঁশী, তবুও কেন বেসুর বাজাও?
দেখিয়ে মুখ রূপতরাসী কেন তুমি আমায় ডরাও?
এই সাগরের অকূল পাথার, কান্ডারী তো তুমিই ছিলে
হাসির ছলে খেলতে এসে নৌকা কেন ডুবিয়ে দিলে?

ভিজল আমার বসন-ভূষণ, চোখের কাজল গেল ধুয়ে,
সব হারিয়ে জীবনটুকু তোমার পায়েই পড়ল নুয়ে।
তুমি কি তাও হাসছ আজো,আমার এমন দশা দেখে?
যা করবে তাই করো,তবু তোমার পায়েই দিয়ো রেখে।

Monday, 4 July 2016

রঙীন RONGEEN

তোমার কাপড় তো সাদাই ছিল 
     এখন তাতে কত রকম রঙ! 
কোথাও নীল, কোথাও লাল,
      কোথাও সবুজ, কমলা, বেগুনী-----
সাতটি রঙের সমাহারে উজ্জ্বল।
      এত রঙ পেলে কোথায় তুমি?


ও রঙীন, তোমার থেকে একখানি রঙ 
        তাহলে আমায় দাও,
সেই রঙে ছুপিয়ে নিই ওড়না আমার-------[


যাতে তুমি যখন সমস্ত রঙ হরণ করে
       কালোরূপে লুকিয়ে পড়বে অন্তরালে,
তখন যেন ঐ ওড়নার রঙটুকুই

আমার সম্বল হয়ে আমার চোখের সামনে ভাসে।

প্রেমপত্র PREMPOTRO

প্রেমপত্র PREMPOTRO

এক সকালে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে তোমায়
 লিখেছিলাম যে নিবেদিত প্রেমপত্র,  তা আজ ফেরত নিতে চাই।
আরও ফিরে চাই যা কিছু ছেলেমানুষি তোমায় ঘিরে----
সহেলিদের হাসি আমোদের পাত্রী হয়ে 
তোমাকে দিলাম আমার নিরানন্দ জীবন
তুমি ফোটালে তার একটি একটি  দল
আবার হাসলাম আমিও রোদেলা আকাশ নীলে
তখন কে জানত সে প্রেম- আখরগুলি 
মুছে যাবে একলা ধুলোয় মিশে? 
আজ আমি চাঁদেলা-রাতে একা তারা 
চাঁদ কোথা গেলে আমাকে একেলা ফেলে?
সকালের সেই ক্লাসরুম চাবি দিয়ে 
অনন্তদা চলে গেছে দেশে তার নাকি মায়ের অসুখ
তুমিও বিদেশে পেতেছ সুখ-সংসার
এবার তাহলে যে প্রেমপত্র তোমাকে না -লেখা যত
সব মুছে যাক, আমিও ফিরে যাই 
না-চাঁদ, না-তারার পথ ধরে------

Friday, 1 July 2016

অনিশ্চিত AWNISCHIT

সুখ ছিঁড়ে ছিঁড়ে অন্ধকারের আলোয় মালা গাঁথা
কোথায় খুঁজে পাও এতো কথায় কথায় দুঃখের গাছ?
শেকড় মাটির বুকে আঁকে
না দেখা স্বপ্নের রোজনামচা।
ব্ল্যাকবোর্ডের সব লেখা 
একদিন মুছে যাবে তাও জানি
ব্যাকসীটে বসে যে দম্পতি 
অনাগত মুখের স্বপ্ন দেখে
অতলে মিশে যায় সেই ফুল
চোখ সেই রোদচশমায় ঢাকা
কি নাম দেবে সেই জলপরীর
যাকে এখনো নাম ধরে ডাকোইনি?

মোমবাতি MOMBATI


মোমবাতি MOMBATI


প্রতি রাতে যেন মৃদু একটি প্রতিশ্রুতি

কোনোকিছুর প্রত্যাশা না রেখে

অপলকে আলো দিয়ে যাওয়া

অশ্রুর মত সারারাত গলে গলে

ভোরের আলোর আলিঙ্গন পাওয়া।

ঘুম ভেঙ্গে দেখি কোন ঘুমপরী যেন
সারারাত কেঁদে কেঁদে শেষ হয়ে

লুটিয়ে পড়েছে ভোরের আলোয়

কী যে সে দিয়ে গেল

চেতনায় প্রতিভাত হয় না তা।

শুধু মনের গভীরে একটি আলোর কণা

জ্বলতে জ্বলতে কখন যেন একদিন নিভে যায়।

Sunday, 26 June 2016

দেশ DESH

আমি এখন মায়াসাগরের তলদেশে।


পৃথিবী কেমন দেখতে
আমি ভুলে গেছি।

আমি আছি মুক্তা-প্রবালের অন্তরীক্ষে।
এখানে আকাশ নেই
তবু নীল---আরও নীল---
শুধু নীলের এই দেশ...। 
এখানে প্রাণীদের তারার মতন চোখ 
তাতে প্রেমও নেই, ঘৃণাও ---
ভাগ্যিস ওরা ভাষা শেখেনি ----
তাই
  ওরা হাসেও না, কাঁদেও না---

পৃথিবীর মতো হাসিকান্নার জগত ছেড়ে
আমি এখানে বেশ আছি ...
একরকম স্বেচ্ছা-নির্বাসনই বলা যায় ।

যেতে চাই না আর ফিরে
ঐ পৃথিবীর সব-পেয়েছির
সব-হারানোর মাটিতে। 



Thursday, 23 June 2016

স্মৃতি SMRITI


আজকে আমার মন ভাল নেই
আমার ঘরে  ছড়ানো - ছিটোনো স্মৃতি 


 স্মৃতি কার? 

আর কারো নয় , শুধুই আমার।

আজকে আমি যে 
নিজের থেকে বহু দূরে 
হারিয়ে গেছি -----
কোনোদিন খুঁজে
পাবার নয়কো আর----

আজ তাই 
নিজের কাছেই নিজে 
স্মৃতি আমি
এ আমি নতুন আমার নিজের কাছে।
এ যেন  নিজেকে নতুন করে পাওয়া। 






মন MON

দেখলেই কিন্তু দেখা যায় না, 
চেয়ে দেখতে হয় 
চোখ তো  আসলে দেখে না, 
দেখে মন ---


যে মন কাঁদে ,
 সে-ই ভালোবাসে
মনের মেঘ যে বৃষ্টি ঝরায়
চোখ তাকে ধরে বুকে।

তাই 


এক সমুদ্র লোনাজলে পাড়ি  
নিরুদ্দেশের পথে
কার খোঁজে, সে তো জানা নেই !

Wednesday, 22 June 2016

বিশল্যকরণী Vishalyakarani

ব্যাধি আছে, আছে বিশল্যকরণী ----
তাহলে কিসের ভয় ?
আসলে তো তুমিই আছো
ব্যথার মলম হয়ে । 

Monday, 20 June 2016

চাঁদ CHAND

চাঁদ যখন জলে নামল
তখন গভীর পূর্ণিমা - রাত
ওই আলোতে তোমায়
প্রথম দেখেছিলাম।

তখনও ত জানিনা 
শেষ দেখা কতদিন হল
আর একবার,
শুধু একবার দেখব বলে

রাত সাজিয়ে বসে আছি
         আর
জলের অতলে 
 হারিয়ে গেছে চাঁদ

কতদিন, কত রাত ----
তা জানিনা।

Saturday, 18 June 2016

বোল bol

মনের মাথায়  ডাঙস , আর  মুখের  মাথায়  বাড়ি ...
থামলি কেন পথের মাঝে ? চল্ না তাড়াতাড়ি!

Sunday, 29 May 2016

এক আঁজলা জীবন EK ANJLA JIBON

তোমার হাত থেকে 
এক আঁজলা জীবন উপহার পেতে চাই 
তা সে উপলক্ষ্য যাই হোক। 
হয়তো আলসেতে বসে একজোড়া পায়রা
বা টিলার উপর এক একলা শালিক
জীবনের প্রথম মানে খুঁজে পেলো
মিলনে বা বিচ্ছেদে ----
হয়তো মিলনেও না , বিচ্ছেদেও না,
নদী বয়ে চলে
জীবনে -জীবন মেলাবার আশায় ---
হয়তো সেই জীবন উপহার  পেতে চাই
তোমার কৃপণ হাত থেকে।

জানি তুমি অলক্ষ্যে হাসো ----
সেইটুকু্ই পরম পাওয়া  

যে জীবন চেয়েছি বেদনাকে
চরম ভুলতে চেয়ে
নদী, কপোত, একলা শালিকের মতো
প্রেমে, অপ্রেমে ----


সে জীবন আমার কাছে 
যুগল বিষামৃত 
সে জীবন মরণকে বুকে ধরে 
প্রতিক্ষণে বয়ে চলেছে
জীবনশেষের মোহানায়
মিশবে বলে  -----

Thursday, 26 May 2016

সুখ-শান্তি SHUKH-SHANTI

শান্তি চেয়ে পেলাম সুখ,
ভাঙা আয়নায় আধেক মুখ

তোমায় চেয়ে শান্তি কই ?
আমি যে তোমার শত্রু হই !

জল থই -থই বর্ষা-দিন
তোমায় ছাড়া অর্থহীন!

ইলিশ-ভাতে ছুটির পাত
জ্বরের কপাল, নরম হাত।

সুখের শয্যা হোক মলিন,
  তোমায় ছাড়া অর্থহীন!

বাজার-দোকান, ব্যস্ত হাত,
বর্ষা- বিকেল, আলতো ছাঁট,

শিল কুড়িয়ে গামছা-গিঁট,
আম পাড়তে আধলা ইঁট----

স্বপ্ন দেখার রাত রঙ্গিন
  তোমায় ছাড়া অর্থহীন!

মন- খারাপের ভর-দুপুর,
ক্লান্ত পায়ের জল-নুপুর

ঘুমের মধ্যে স্বপ্ন -রাগ
ডালিম-ফুলের প্রেম-পরাগ।

ওষ্ঠে -অধ্র, মধুর মিল,
ভালোবাসায় সে ঝিলমিল ।

বুকের মধ্যে ঢেঁকির পাড়
সয়না তিলেক চোখের আড়

আজকে আমার জন্মদিন
  তোমায় ছাড়া অর্থহীন!

Friday, 20 May 2016

প্রতিবেশী PROTIBESHI

হয়ত আবার এইখানেতেই ডাক পড়বে তোমার
হয়ত পাশের বাড়িতে  নিজেরই  প্রতিবেশী হিসাবে। 
পাশের বাড়ির জানলা দিয়ে 
পড়োশিনির  কাণ্ড- কারখানা দেখে 
নিজেই হাসবে নিজের মনে। 

তার  উল্টো শাড়ি - পরা
ঘামে লেপটে - যাওয়া টিপ ----
ভাতের হাঁড়ির সুবাস
তার ঝগড়া, তার পিরীত
তার কলহ -শেষে 
বাপের-বাড়ি যাওয়া ----

তোমার যে কী হাসি পাবে
নিজেকে পাশের বাড়ির  
ভাঙ্গা আয়নায় দেখে------

এতকাল তো ওরাই হেসেছে
এবার হাসবে তুমি! 
যত ইচ্ছে, কেউ দেবে না বাধা  !!

চলে যাবার আগে
জানলাটা বন্ধ করে দিতে গিয়েও 
হয়ত আরেকবার ইচ্ছে হবে 
আজকের এই তুমি হয়ে 
ফিরে আসতে

হাসবে বলে নয়-----
 অঝোর ধারায় কাঁদবে বলে

অহর্নিশ ------

Wednesday, 18 May 2016

তোমার জন্য TOMAR JONNYO

আমি যদি তোমার জন্য পাগল হই 
তুমি কি হাসবে?
নাকি
লাল রুমাল নেড়ে চলে যাবে আমার সামনে দিয়ে? 

যদি একরাশ রজনীগন্ধার বন থেকে 
ভালোবাসা কুড়িয়ে এনে 
তোমার দরজায় এসে দাঁড়াই
তুমি কি ফিরিয়ে দেবে?


আসলে

এসব আমার জীবনে তেমন মানেই রাখেনা
এসব আমার জীবনের লক্ষ্যও না 
যেমন চেয়েছিলাম তোমার ঠোঁটের
ভুবনভোলানো সেই  হাসিটুকু

আজ ওইটুকু সম্বল করে ফিরে চলেছি
আমার ভাঙ্গা জীবনের অন্ধকুপে

বাকিটা  জীবন ওই ফুলের গন্ধ ----
ওই হাসি ----
চোখের তারায় তারায় ভরে
কাটিয়ে দিয়ে চলে যাবো
চির-নিরুদ্দেশের পথে-------  

তোমাদের জন্য TOMADER JONNYO


তোমাদের জন্য 

চেয়ে দেখো গোধূলির শেষ রঙ আকাশে 
ওই আলোতে  উদ্ভাসিত প্রেম 
তোমাদের জীবনে আনুক সংরাগ -----
বিচ্ছেদের প্রবল বেদনা যাক দূরে ----
আবার জ্যোৎস্নাধারা তোমাদের চোখে  এসে 
ধীরে  বাজাক জীবনের সঙ্গীত ------

মধুবন কুসুমিত হোক---------
অকারনে বৃষ্টি ডেকে  আনুক  শ্যামলী মেঘ-----
ফলভারে আনত হোক কিশোরী জামরুল গাছ ---

জীবনে-জীবন গড়ে  নদী  হোক  সুস্নাত----

আমি শুধু দূর থেকে দেখে যাই 
প্রকৃতির এই ভরা খেলাঘর ------